সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণের আদেশে পাসপোর্ট নম্বর থাকতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৭ জুলাই ২০২৫
জনপ্রশাসন মন্ত্রণালয়- ছবি জাগো নিউজ

সরকারি আদেশে (জিও) পাসপোর্ট নম্বর উল্লেখ না থাকায় সরকারি কর্মকর্তা/ কর্মচারীরা কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ অবস্থায় বিদেশ ভ্রমণের আদেশে পাসপোর্ট নম্বর উল্লেখ করতে অনুরোধ করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/ সচিবদের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন

চিঠিতে বলা হয়, বিভিন্ন সময় কর্মকর্তা/ কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশ জারি করা হচ্ছে। কিন্তু তাদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারীর পাসপোর্ট নম্বর উল্লেখ করা হচ্ছে না। সরকারি আদেশে পাসপোর্ট নম্বর উল্লেখ না থাকায় কর্মকর্তা/ কর্মচারীরা কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এ অবস্থায় কর্মকর্তা/ কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) পাসপোর্ট নম্বর উল্লেখ করতে অনুরোধ করা হয় চিঠিতে।

আরএমএম/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।