ডিএসসিসি প্রশাসক

৩৬ জুলাই বিশ্বের অন্য কোনো ক্যালেন্ডারে নেই, কেবল আমাদের আছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা দিচ্ছেন ডিএসসিসি প্রশাসক

৩৬ জুলাই বিশ্বের অন্য কোনো ক্যালেন্ডারে নেই, কেবল আমাদের আছে। এই অর্জন ধরে রাখতে হবে। এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, বৃক্ষরোপণ, বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এই অনুষ্ঠানেই তিনি এমন মন্তব্য করেন।

ডিএসসিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে জুুলাই শোভাযাত্রা নগর ভবন থেকে আরম্ভ করে বঙ্গবাজার মোড় প্রদক্ষিণ করে আবার নগর ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ৩টি কাঠবাদাম গাছের চারা রোপণ করা হয়।

আলোচনা সভায় অংশ নিয়ে প্রশাসক বলেন, ৩৬ জুলাই বিশ্বের অন্য কোনো ক্যালেন্ডারে নেই, কেবল আমাদের আছে। এই অর্জনকে ধরে রাখতে হবে। ডিএসসিসি প্রশাসক এ সময় জুলাই গণঅভ্যুত্থানের পর সৃষ্ট নাগরিক প্রত্যাশা পূরণে জুলাইয়ের চেতনা ধারণ করে নাগরিক সেবা দেওয়ার জন্য ডিএসসিসিতে কর্মরত সবার প্রতি আহ্বান জানান।

এ সময় প্রশাসক জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে ডিএসসিসি কর্তৃক প্রকাশিত ‘অগ্নিঝরা জুলাই, অতঃপর...নাগরিক প্রত্যাশা ও প্রাপ্তির ১ বছর’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

এমএমএ/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।