রাউজানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৬ আগস্ট ২০২৫
ফাইল ছবি

চট্টগ্রামে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের একটি বাড়ি থেকে পাখি আকতার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহটি ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়। পাখি আকতার ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সাদারপাড়া গ্রামের খলিফা বাড়ির মুহাম্মদ বাহাদুরের স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে আছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে ওই নারী একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। বুধবার ভোরে অন্য আরেকটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্বামী মুহাম্মদ বাহাদুর। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বাহাদুর বলেন, তিনি ও তার দুই ছেলে রিকশা চালান। তার স্ত্রী কয়েকটি ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছিলেন। প্রতি মাসে ১৮ থেকে ২০ হাজার টাকা করে দিতে হয়। ঋণের চাপে তার স্ত্রী আত্মহত্যা করতে পারে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জাগো নিউজকে বলেন, ওই নারী ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছিলেন। ঋণের চাপে ওই নারী আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।