যাত্রী অসুস্থ, লন্ডনগামী বিমানের ফ্লাইট নামলো ইস্তাম্বুলে
অসুস্থ যাত্রীর জীবনরক্ষায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী ফ্লাইট ইস্তাম্বুলে জরুরি অবতরণ করে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসুস্থ যাত্রীর জীবনরক্ষায় সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বিজি ২০১ মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে ডাইভার্ট করে ইস্তাম্বুলে জরুরি অবতরণ করানো হয়।
- আরও পড়ুন
- লাগেজে ইলিশ পচে দুর্গন্ধ-তেলাপোকা, ফ্লাইট আটকে দিলো রোম
- উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, সাড়ে ৫ ঘণ্টা পর ছাড়লো বিমানের ফ্লাইট
এতে আরও বলা হয়, শাহ শামসুন নেহার রহমান নামে একজন যাত্রী ওই ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন। পরে তার অবস্থা বিবেচনা করে ফ্লাইটের পাইলট-ইন-কমান্ড মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করেন। এরপর ফ্লাইটটি দ্রুত লন্ডনের পরিবর্তে ইস্তাম্বুলে জরুরি অবতরণ করা হয়।
এ সময় অসুস্থ যাত্রী এবং তার সঙ্গে থাকা অপর দুইজন যাত্রী ফ্লাইট থেকে নেমে যান বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এনএইচআর/জেআইএম