অবৈধ সম্পদ: সজীব ওয়াজেদ জয়ের নামে মামলা অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৪ আগস্ট ২০২৫
সজীব ওয়াজেদ জয়/ ফাইল ছবি

প্রায় ৬০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

দুদকের দাবি, সজীব ওয়াজেদ জয় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন এবং দেশের বাইরে অর্থ পাচার করেছেন।

দুদকের মহাপরিচালক জানান, সজীব ওয়াজেদের স্থাবর-অস্থাবর সম্পদ মিলিয়ে মোট ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য উঠে এসেছে। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকা।

jagonews24

তিনি বলেন, সজীব ওয়াজেদের ব্যয় ২৮ লাখ ৭৬ হাজার ৬৪৩ টাকা। তবে তার বৈধ আয় ছিল মাত্র ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৫৪২ টাকা। তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা।

দুদকের অনুমোদিত এজাহারে বলা হয়, জয় হুন্ডি বা অন্যান্য পদ্ধতিতে অর্থপাচার করে আমেরিকায় দুটি বাড়ি কিনেছেন। মোট ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকার বিনিয়োগে দুটি বাড়ি ক্রয় করেছেন তিনি। শুধু তা-ই নয়, তিনি ব্যাংক লেনদেনের মাধ্যমে আরও ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকা পাচার করেছেন। এর মধ্যে মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

জয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে জয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুদক।

চলতি বছরের ১১ মার্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাসহ পরিবারের চার সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দলের নামে থাকা ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।

ওই সময় দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনা ও তার বোন ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদেরও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

এসএম/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।