ইসলামাবাদে নিজস্ব ভবনে বাংলাদেশ হাইকমিশন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০১ অক্টোবর ২০২৫
ইসলামাবাদে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স/ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে নিজস্ব চ্যান্সারি ভবনে স্থানান্তরিত হয়েছে বাংলাদেশ হাইকমিশন। ভাড়াবাড়ি থেকে ডিপ্লোম্যাটিক এনক্লেভের নিজস্ব ভবনেই কার্যক্রম পরিচালনা করছে হাইকমিশন।

বুধবার (১ অক্টোবর) থেকে নতুন ঠিকানায় কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের প্রথম সচিব ও দূতাবাসের প্রধান খাদীজা আক্তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ইসলামাবাদে নতুন ঠিকানায় কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। নতুন ঠিকানা হলো বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, ব্লক-১৫, রোড নম্বর-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০। ফোন নম্বর- ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স: ০৫১-২২৭৯২৬৬ এবং ই-মেইল: [email protected]

এর আগে চ্যান্সারি ভবন ছিল ইসলামাবাদের এফ ব্লকে। বর্তমানে তা ডিপ্লোম্যাটিক এনক্লেভে স্থানান্তরিত হলো। এখন থেকে হাইকমিশনের কনস্যুলার সেবাসহ সব পরিষেবা এ ঠিকানা থেকে দেওয়া হবে।

এমইউ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।