চকবাজার থানা যুবদল নেতা সজিবকে কারাগারে পাঠানোর নির্দেশ
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, চকবাজার থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং বর্তমান যুবদল নেতা আজিজুর রহমান সজিবকে ২০১৮ সালের একটি নাশকাতা মামলায় জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন আদালত।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন আদালত এই আদেশ দেন।
এর আগে চকবাজার থানায় ২০১৮ সালের দায়ের করা মামলায় ২০২৩ সালে তাকে ২২ মাস কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

আজিজুর রহমান সজিব আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্টেট কোর্টে আত্মসর্মপণ করে জামিন আবেদন করলে ম্যাজিস্টেট জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান।
বিগত আওয়ামী সরকারের আমলে সজিবের বিরুদ্ধে ১৮টি রাজনৈতিক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এ সব মামলায় আজিজুর রহমান সজিব দীর্ঘদিন রিমান্ড ও কারাভোগ করেন।
এমএইচএ/এমআইএইচএস/জিকেএস