চট্টগ্রামে বন্ধ থাকা সেন্ট্রাল হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৪০ এএম, ২০ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে বন্ধ থাকা সেন্ট্রাল সিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে তালা কেটে ঢুকে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস। রোববার (১৯ অক্টোবর) রাত ১২টা ২ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ আগুন দেখে স্থানীয় লোকজন এবং পথচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তালা কেটে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে আগুন লাগার খবরে আশেপাশের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তালা কেটে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত পৌনে ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

এর আগে নগরের প্রবর্তক মোড়ে হাসপাতালটিতে অনিয়ম ও স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশক্রমে ২৬ জুন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলমের সই করা এক চিঠিতে এটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এমআরএএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।