ছিনতাইকারীর হামলায় আহত ট্রাফিক সদস্য পেলেন লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৪ এএম, ২৪ অক্টোবর ২০২৫

ছিনতাইকারীকে আটক করতে গিয়ে হামলায় গুরুতর আহত ট্রাফিক পুলিশের সদস্য নাজমুল হুদাকে চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা অনুদান দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার চিকিৎসাধীন ট্রাফিক সদস্যকে এ অর্থ প্রদান করেন।

তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ট্রাফিক সদস্য নাজমুল হুদা গণভবন ক্রসিংয়ে দায়িত্বরত ছিলেন। এসময় একজন পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে রাস্তা পারাপার হতে গিয়ে ছিনতাইকারীর আক্রমণের শিকার হন। নাজমুল হুদা ঘটনাটি প্রত্যক্ষ করলে তিনি ওই পুলিশ কর্মকর্তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান।

একপর্যায়ে ছিনতাইকারী এলোপাতাড়ি আক্রমণ করলে নাজমুল হুদা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ছিনতাইকারীর আক্রমণে নাজমুলের ঠোঁট ছিঁড়ে যায় এবং পাঁচটি দাঁত ভেঙে যায়। তার ঠোঁটে ৩২টি সেলাই দিতে হয় এবং পাঁচটি দাঁতের রুট ক্যানেলসহ ক্যাপ পরাতে প্রায় এক লাখ ৪০ হাজার টাকা খরচ পড়ে।

ডিএমপি কমিশনার আহত ট্রাফিক সহায়তাকারীর চিকিৎসার খোঁজ নেন এবং প্রয়োজনীয় ব্যয়ভার বহন করার আশ্বাস দেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ড. জিললুর রহমান, যগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং ও রিসার্চ) আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।