ঝালকাঠিতে ট্রলি খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০২:৫৮ এএম, ৩০ অক্টোবর ২০২৫
ঝালকাঠি সদরে দুর্ঘটনাকবলিত ট্রলি/ছবি: জাগো নিউজ

ঝালকাঠি সদরে পল্লী বিদ্যুতের মালবাহী ট্রলি খাদে পড়ে এক শ্রমিক নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আগলপাশা বাকলাইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. সোহেল (৩০)। তিনি বানারীপাড়া উপজেলার নুর আকনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লী বিদ্যুতের মালবাহী ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেল নিহত হন। আহত হন গাড়িতে থাকা পাঁচজন। তারা হলেন রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর বলাইবাড়ীর সোলাইমান, নড়াইলের ইমন হোসেন ও সামিউল, শরীয়তপুরের জাজিরা উপজেলার মো. রোহান এবং গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার গোয়ালন্দ গ্রামের মো. হামিম।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সোহেলের মরদেহ সদর হাসপাতালে রাখা আছে। আহতরা হাসপাতালে চিকৎসাধীন। নিহতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এআরএটি/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।