জঙ্গি দমনে বিকল্প উপায় খুঁজছে র‌্যাব


প্রকাশিত: ০২:৫১ পিএম, ২১ জুন ২০১৬

জঙ্গি দমনে বিকল্প উপায় খুঁজছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ইসলামের নামে জঙ্গি, সন্ত্রাসবাদ মোকাবেলায় মামলা, গ্রেফতার, তদন্ত ও জেলের শাস্তিসহ প্রচলিত বিধি-বিধান যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেন, ১৮ বা ১৯ বছরের লাজুক, ভদ্র, মেধাবী ও সদ্য কৈশোর উত্তীর্ণ যুবককে নৃশংস খুনিতে পরিণত করা হয়। তাদের শক্ত কাউন্টার নেরেটিভ নিয়ে সামাজিকভাবে মোকাবেলা করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, জঙ্গিরা ইসলামের শত্রু। তারা শান্তির ধর্ম ইসলামকে জঘন্যভাবে বিশ্বে উপস্থাপন করছে। ইসলাম কখনও খুন ও হত্যাকে সমর্থন করে না। অথচ ইসলামের নামে বিশ্বব্যাপী জঙ্গি হামলায় ৩২ হাজার মানুষ নিহত হয়েছে। তাদের অধিকাংশই মুসলমান। তারা ইসলামের কথা বলে কীভাবে মুসলমান হয়ে আরেক মুসলমানকে হত্যা করছে।

তিনি বলেন, এদেশে জঙ্গিরা নিরীহ মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের হত্যা করছে। জঙ্গিবাদ দমনে সামাজিকভাবে সচেনতা গড়ে তুলে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।

Rab

ক্র্যাব সভাপতি আকতারুজ্জামান লাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলুর সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি শহীদুল হক। এতে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাসান, র‌্যাবের সাবেক এডিজি ও বর্তমানে এনএসআই কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান, পুলিশ সদর দফতরের ডিআইজি মিডিয়া এ কে এম শহীদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান, ডিসি লালবাগ শফিকউদ্দিন, পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান, বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা, ডিএমপির যুগ্ম কমিশনার আবদুল বাতেন, ডিসি কৃষ্ণপদ রায়, ডিএমপি এডিসি মিডিয়া ইউসুফ আলী, র‌্যাবের সাবেক পরিচালক মিডিয়া ও বর্তমানে নৌবাহিনীতে কর্মরত এম সোহায়েল প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় পুলিশের আইজিপি শহীদুল হক বলেন, পুলিশ ও ক্র্যাব কর্মক্ষেত্রে বন্ধু ও কর্মযজ্ঞে একে অপরের সহযোগী।

অনুষ্ঠানের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিহত সাংবাদিক সন্তোষ মণ্ডলের বিদেহী মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ইফতারের আগে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ওয়াসিম।

এমইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।