জঙ্গিবাদ দমনে সর্বাত্মক সহায়তার আশ্বাস নিশা দেশাইয়ের


প্রকাশিত: ১২:২১ পিএম, ০৫ মে ২০১৬

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ অাইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় রাজধানীর কলাবাগানে ইউএসএইডের কর্মকর্তা জুলহাজ ও তার বন্ধু তনয় হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান নিশা।

নিশা দেশাই বলেন, বাংলাদেশের গণতন্ত্র, নিরাপত্তা ও অর্থনীতি উন্নয়ন নিশ্চিতকরণে মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছরের অংশীদার ও সহযোগী।

তিনি জানান, ব্লগারসহ বিভিন্ন হত্যাকাণ্ডের পর আল কায়েদাসহ বিভিন্ন জঙ্গি সংগঠন দায় স্বীকার করে বিবৃতি দিলেও স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন, এ দেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই।

এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে মার্কিন যুক্তরাষ্ট্র এফবিআইয়ের মাধ্যমে বাংলাদেশে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ প্রদান করবে।

বৈঠককালে নিশা দিশাই গণমাধ্যম ও ব্লগে যারা লেখেন তাদের পূর্ণ স্বাধীনতা আছে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রশ্ন রাখলে উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে ২২টি টেলিভিশন ও ১২শ’ পত্রিকা প্রকাশিত হচ্ছে। কোথাও সরকার হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ নেই ।

তবে দু’ একজন ব্লগার ধর্ম ও বিশ্বাসের বিরুদ্ধে লিখছে যা ফৌজদারী অপরাধ। এ দেশে গে (আন ন্যাচারাল সেক্স) আন্দোলন গড়ে তোলার অপচেষ্টা করা হচ্ছে যা কোনো ধর্মই সমর্থন করে না। তবে সরকার সকলকে নিরাপত্তা দেবে বলে তিনি নিশা দেশাইকে আশ্বস্ত করেন।

এমইউ/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।