রাজধানীতে বিজিবি মোতায়েন


প্রকাশিত: ১১:৪১ এএম, ০৪ জানুয়ারি ২০১৫

৫ জানুয়ারীকে কেন্দ্র করে বিএনপি এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় রাজধানীতে সহিংসতামূলক পরিস্থিতি এড়াতে র‍্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার এক ক্ষুদে বার্তায় বিজিবি জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে বিজিবি সদস্যদের টহল করতে দেখা যায়।

এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভাঙচুর, অগ্নিসংযোগসহ যে কোন ধরণের ফৌজদারি অপরাধে কাউকে ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে এদিন রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। একই দিন ‘গণতন্ত্রের দিবস’ উল্লেখ করে সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ।

এমন পরিস্থিতিতে রোববার বিকেল ৫টা থেকে রাজধানীতে সকল ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সমাবেশ করতে না পারায় কেউ যেন রাজধানীতে নাশকতামূলক এবং ভীতিকর পরিস্থিতির সৃষ্টি না করতে পারে তাই জনগণের জানমালের রক্ষায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।