বাঁশখালীতে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দুই ব্যক্তি

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তিনটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি টেম্পোসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় বাঁশখালী-চট্টগ্রামগামী সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার দুজন হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা খুরশিদ আলম (৩২) এবং চট্টগ্রামের ভূজপুর থানার মোহাম্মদ হাসান ওরফে আকাশ (২৭)।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা ওই এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সন্দেহজনক টেম্পো থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে টেম্পোর ভেতরে কৌশলে লুকানো অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস এবং সেগুলো কোথায় নেওয়া হচ্ছিল তা জানতে তদন্ত চলছে।

এমআরএএইচ/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।