রমনা থানা এলাকায় আটক ২০


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

রাজধানীর রমনা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত সমর্থিত কমপক্ষে ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গভীর রাত থেকে সোমবার দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তাদের আটক করা হয় বলে জানিয়েছে রমনা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার এসআই মোশাররফ হোসেন। তিনি জাগোনিউজকে বলেন, নাশকতার আশঙ্কায় রমনা থানা এলাকায় অভিযান চলছে। অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।