রমনা থানা এলাকায় আটক ২০
রাজধানীর রমনা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত সমর্থিত কমপক্ষে ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গভীর রাত থেকে সোমবার দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তাদের আটক করা হয় বলে জানিয়েছে রমনা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার এসআই মোশাররফ হোসেন। তিনি জাগোনিউজকে বলেন, নাশকতার আশঙ্কায় রমনা থানা এলাকায় অভিযান চলছে। অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।