সচিব হলেন ৩ কর্মকর্তা
দুর্যোগ ব্যবস্থাপনা ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে নতুন সচিব
প্রশাসনে তিনজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে রোববার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমানকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
আরও পড়ুন
সিনিয়র সচিব হলেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম
সরকারি চার অধিদপ্তরে নতুন ডিজি, গ্রেড-১ পদে একজনের পদোন্নতি
পদোন্নতির পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান।
অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলতাফ-উল-আলমকে সচিব পদমর্যাদায় বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমির রেক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
আরএমএম/ইএ/এমএস