হজের বিমান ভাড়া স্থানান্তর না করায় ৪২ এজেন্সির কাছে ব্যাখ্যা তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬

হজযাত্রীদের নিবন্ধন ফি থেকে বিমান ভাড়া বাবদ নির্ধারিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে লিড এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর না করায় ৪২টি সমন্বয়কারী হজ এজেন্সির কাছে ব্যাখ্যা তলব করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১২ জানুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে দুটি চিঠি দিয়ে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রথম চিঠিতে ৩১ আর দ্বিতীয় চিঠিতে ১১ এজেন্সিকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৬ সালের হজে সমন্বয়কারী এজেন্সির ব্যাংক হিসাবে জমা করা প্রত্যেক হজযাত্রীর নিবন্ধনের অর্থ থেকে বিমান ভাড়া বাবদ হজযাত্রীপ্রতি এক লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা লিড এজেন্সির ব্যাংক হিসাবে গত ৪ জানুয়ারির মধ্যে স্থানান্তরের জন্য অনুরোধ করা হয়।

পরবর্তীতে জুম সভায় এজেন্সিগুলোর পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অর্থ স্থান্তান্তরের জন্য গত ৮ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। কিন্তু ৪২টি সমন্বয়কারী এজেন্সি এখনো বিমান ভাড়া বাবদ অর্থ লিড এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করেনি, যা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়।

এসব সমন্বয়কারী এজেন্সিকে সংশ্লিষ্ট লিড এজেন্সির ব্যাংক হিসাবে সব হজযাত্রীর বিমান ভাড়ার অর্থ স্থানান্তর নিশ্চিত করাসহ মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্যের জন্য কেন এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না তার যৌক্তিক ব্যাখ্যা আগামী ৩ কার্যদিবসের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

আরএমএম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।