রাজধানীর শ্যামপুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:২২ এএম, ১৮ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি

রাজধানীর শ্যামপুরের ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল সুমন জানান, শ্যামপুর ঢালকানগর এলাকায় ময়লার স্তূপ থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে মৃত অবস্থায় পাওয়া যায়।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, বলেন তিনি।

কাজী আল আমিন/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।