বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করলো বিএসসির জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬
বিএসসির নিজস্ব অর্থায়নে কেনা ‘এমভি বাংলার নবযাত্রা’ বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নিজস্ব অর্থায়নে কেনা ‘এমভি বাংলার নবযাত্রা’ বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চীনের জিংজিয়াং নানইয়াং শিপইয়ার্ডে সরবরাহকারীর কাছ থেকে জাহাজটি বুঝে নেয় বিএসসি। নির্মাণের সময় থেকে জাহাজটির নাম ছিল ‘এমভি এক্সসিএল লায়ন’।

আগামী রোববার (১ ফেব্রুয়ারি) থেকে জাহাজটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

এর আগে গত ২৭ জানুয়ারি লন্ডনের স্থানীয় সময় সকাল ৮টা ১৯ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ১৯ মিনিট) জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির আইনজীবী স্টিফেনসন হারউডের যুক্তরাজ্যের লন্ডন অফিসে দালিলিকভাবে জাহাজটি হস্তান্তর করা হয়। জাহাজ ক্রয় সংক্রান্ত চুক্তির শর্তাদি অনুসরণ করে ২৯ জানুয়ারি জাহাজটির ফিজিক্যাল ডেলিভারি চীনা শিপইয়ার্ডে সম্পন্ন করা হয়।

আরও পড়ুন
১৪ বছর পর বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে নামলো বিমান 
উপকারী পশু এখন থেকে বিবেচিত হবে ‘প্রাণী’ হিসেবে 

এর আগে এ প্রকল্পের প্রথম জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ (এক্সসিএল জেমিনি) গত অক্টোবরে চীনা শিপইয়ার্ড থেকে ডেলিভারি নেওয়া হয়। ওই জাহাজটি বর্তমানে বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

চুক্তি অনুযায়ী প্রতিটি জাহাজের মূল্য ৩৮ দশমিক ৩৪৯ মিলিয়ন ইউএস ডলার এবং দুটি জাহাজ কিনতে বিএসসিকে ব্যয় করতে হয়েছে ৭৬ দশমিক ৬৯৮ ইউএস মিলিয়ন ডলার। যদিও জাহাজ দুটি কেনার ক্ষেত্রে প্রাক্কলিত মূল্য ছিল ৮০ দশমিক ৪০ মিলিয়ন ইউএস ডলার। এর ফলে ৪ দশমিক ৬০ মিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে বলে দাবি বিএসসির।

জাহাজ দুটির নকশা ও প্রযুক্তিগত দিক থেকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক পরিবেশগত মানের। জাহাজ দুটি উচ্চমানের ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি ও উপাদানে নির্মিত।

এমডিআইএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।