গ্রেফতার হতে পারেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী


প্রকাশিত: ০৭:১৪ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনায় গ্রেফতার হতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে মামলার সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ।

তথ্যমন্ত্রী বলেন, শাজাহানপুরে পাইপের মধ্যে শিশু মৃত্যুর জন্য যদি ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয় তবে, সিএনজিতে একই পরিবারের তিনজনকে অগ্নিদগ্ধ করার ঘটনায় উস্কানিদাতা হিসেবে খালেদা জিয়াও হত্যা মামলার সম্মুখীন হবেন। এ হত্যা মামলার জন্য খালেদা জিয়া প্রস্তুতি গ্রহণ করতে পারেন।

এদিকে সোমবার সকাল থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  শনিবার রাত থেকেই তিনি গুলশানের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ হয়ে আছেন।

সোমবার দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে ব্যর্থ হন খালেদা জিয়া। ওই সময় তিনি সারা দেশে লাগাতার অবরোধের ডাক দিয়ে কার্যালয়ের ভেতরে চলে যান তিনি। এরপর সেখানে পুলিশের সংখ্যা কমানো হয়। তবে সকালে আবারো পুলিশের সংখ্যা বাড়ানো হয়।

কার্যালয়ের ফটকে দেয়া তালা এখনো রয়েছে। সামনে পুলিশের দুই সারি পুলিশ অবস্থান করছে। পোশাকধারী পুলিশের পাশপাশি সাদা পোশাকধারী পুলিশও রয়েছে। কার্যালয়ের সামনে সড়কে থাকা বালু ও ইট ভর্তি ট্রাক সরিয়ে ফেলা হলেও পুলিশের লরি, জলকামান ও সাজোঁয়া যান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।