রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার


প্রকাশিত: ০৫:০০ এএম, ১২ জানুয়ারি ২০১৫

রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার সকালে ডিএমপি পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক আদেশে এতথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স  (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম, পিপিএম সোমবার সকাল ৯টা হতে এই প্রত্যাহার আদেশ জারি করেন।

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে ৪ জানুয়ারি বিকেল ৫টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভা-সমাবেশ, মিছিল ইত্যাদির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।