সুপ্রিম কোর্টে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি
সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ ও সরঞ্জামাদি চেয়ে পুলিশের রমনা জোনের কাছে লিখিতভাবে আবেদন করেছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান।
রোববার এস এম কুদ্দুস জামান স্বাক্ষরিত একটি চিঠি রমনা জোন পুলিশের ডিসি বরাবর পাঠানো হয়েছে বলে আদালত সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রমনা জোন পুলিশের ডিসি আব্দুল বাতেন জাগোনিউজকে জানান, নাশকতার আশঙ্খায় সুপ্রিম কোর্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস থেকে এখনো লিখিত কোনো চিঠি এসে পৌঁছেনি বলে জানান তিনি।
-জেইউ/বিএ