মুজাহিদের আপিল শুনানির সময় আবেদন গ্রহণ


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানির জন্য আসামি পক্ষের সময় আবেদন গ্রহণ করেছেন আদালত।

প্রধান বিচারপতি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ বুধরাব সকালে এ আদেশ দেন।

আদালতে মুজাহিদের পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। তিনি বলেন, ‘সিনিয়র কাউন্সিল খন্দকার মাহবুব হোসেন আসতে পারেননি। তাই আমাদের সময়ের প্রয়োজন। আদালত তা মঞ্জুর করে ‘নট টুডে’ আদেশ দেন।’

আপিল শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়নি। তবে শুনানির আগের দিন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কজলিস্টে আনা হবে।

এর আগে গত ৩ ডিসেম্বর মুজাহিদের আপিল শুনানির জন্য এ দিন নির্ধারণ করা হয়। ২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ১১৫টি যুক্তি নিয়ে আপিল করেন মুজাহিদ। মূল আপিল ৯৫ পৃষ্ঠার, এর সঙ্গে ৩ হাজার ৮০০ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করা হয়।

উল্লেখ্য, গত ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ১৯৭১ সালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড প্রদান করেন। একই বছরের ১১ অগাস্ট ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল আবেদন দায়ের করেন মুজাহিদের আইনজীবীরা। আপিল আবেদনে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ১১৫টি যুক্তি দেখিয়ে মুজাহিদের খালাস চাওয়া হয়েছে। আবেদনে ৯৫ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে ৩ হাজার ৪৬০ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।