বিচারকদের ওপর হামলা রাষ্ট্রের ওপর হামলার সামিল


প্রকাশিত: ০৭:০০ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বিচারকদের ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা। যারা এমন নৃশংস কর্মকান্ডে লিপ্ত হয়েছে তাদের রুঁখে দিতে হবে।

বেনজীর আহমেদ বলেন, এ ধরণের কাজ রীতিমতো সন্ত্রাসী কর্মকান্ড। দেশের মানুষকে সঙ্গে নিয়ে নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে।

দেশের মানুষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যেখানেই সন্ত্রাসী কর্মকান্ড হবে বা রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হবে তখনই আপনারা আমাদের খবর দিবেন। আমরা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবো। নিরীহ মানুষের নিরাপত্তায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার সকালে রংপুরের নাশকতার পর র‌্যাবের কি পদক্ষেপ তা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, যারা নাশকতা করছে র‌্যাব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। র‌্যাব সৃষ্টির শুরু থেকেই যেকোন ধরণের অপরাধের মোকাবেলা করে আসছে।

সারা দেশে নাশকতার ব্যাপারে তিনি বলেন, র‌্যাব, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃ্ঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করছে।

গাইবান্ধায় পুলিশের উপস্থিতিতে বেশ কয়েকটি গাড়িতে হামলার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারটি আমার জানা নেই। সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত মঙ্গলবার গুলশানে সাবেক প্রতিমন্ত্রীর ওপর হামলার ঘটনায় র‌্যাবের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। তাই এবিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার বেলা ১২টার দিকে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ফেনীতে অবরোধকারীদের হামলায় আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

-জেইউ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।