ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুরের ঝুটপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দুপুর সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন এখনও সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।
ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, মিরপুর ১০ নম্বরের ওই ঝুটপট্টিতে দুপুর ২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পরিচালক আবদুস সালামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন সম্পূর্ণ নেভাতে না পারলেও সদর দফতরকে তারা অবহিত করেছেন, আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
কীভাবে আগুন লেগেছে তাৎক্ষনিকভাবে তারা জানাতে পারেননি। কী পরিমান ঘর পুড়েছে সেটাও জানাতে পারেননি তারা। আগুন সম্পূর্ণ নেভানোর পরে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।