ধাতব কিছু নেই, শঙ্কামুক্ত রিয়াজ


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান (৭৪) এখন শঙ্কামুক্ত। তাঁর শরীরে মেটালিক বা ধাতব কোনো বস্তুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে তাঁর দেহে চারটি ক্ষত রয়েছে। বুধবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক (ক্লিনিক্যাল অপারেশন) দবির উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

জানা গেছে, বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ ছয় সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করে। সকালে রিয়াজ রহমানের এমআরআই ও সিটিস্ক্যান করা হয়। রিপোর্ট অনুযায়ী তাঁর সফট এবং নার্ভ টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। রিয়াজ রহমানের বাঁ পায়ে অনুভূতি কম বা গোড়ালি নাড়াতে পারছেন না। জায়গাটি ফুলে আছে।

দুপুরে সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক (ক্লিনিক্যাল অপারেশন) দবির উদ্দিন আহমেদ বলেন, রিয়াজ রহমানের শরীরে শক্ত কোনো কিছু একদিকে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে কয়েকটি ক্ষত স্থানের মুখে পোড়া দাগ রয়েছে। তবে ক্ষতের বাইরের দিকে কোনো দাগ নেই।

সার্বিক অবস্থা কেমন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রিয়াজ রহমান এখন আশঙ্খামুক্ত। সংবাদ সম্মেলনের আগে বিএনপির উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী রিয়াজ রহমানকে দেখতে হাসপাতালে যান।

ফেরার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, বিএনপিকে কূটনৈতিকভাবে পঙ্গু করতেই রিয়াজ আহমেদের উপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, দলীয়ভাবে বিএনপির পররাষ্ট্র-সংক্রান্ত বিষয়গুলো যাঁরাই দেখছেন, টার্গেট করে তাঁদের ওপরই হামলা চালানো হচ্ছে, যা উদ্বেগজনক। যারা এ ঘটনা ঘটাচ্ছে, সরকারের উচিত তাদের খুঁজে বের করা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।