এসকে সিনহাকে প্রধান বিচারপতি করায় সরকারকে অভিনন্দন


প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৪ জানুয়ারি ২০১৫

সুরেন্দ্র কুমার সিনহাকে (এসকে সিনহা) প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু ঐক্যজোট এর চেয়ারম্যান প্রশান্ত কুন্ডু। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি এ অভিনন্দন জানান।

এতে তিনি বলেন, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশের ২১তম প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ায় আমরা হিন্দু সম্প্রদায় আনন্দিত। আমরা চাই ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।