মতিঝিলে স্টাফ বাসে আগুন
২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে রাজধানীর মতিঝিলে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মধুমিতা সিনেমা হলের সামনে সোমবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, সিনেমা হলের সামনে জনতা ব্যাংকের একটি স্টাফ বাস থামানো ছিল। দুর্বৃত্তরা ওই বাসে পেট্রোল ঢেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমাস হোসেন বলেন, ‘দুপরে সিনেমা হলের সামনে বাসটিতে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।’
এআরএস