ডেমরায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর ডেমরায় বাহাদুর পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের আরেক আরোহী।
সোমবার বেলা দেড়টায় দেল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মোর্শেদ। আহত জুবায়ের হোসেন রাজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ চন্দ্র সরদার জানান, দুপুরে খবর পেয়ে পুুুলিশ মোর্শেদ ও জুবায়েরকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
বিএ