অধিদফতরের অনুমোদনে চলবে যুব সংগঠন
যুব সংগঠন করতে যুব অধিদফতরের অনুমোদন নিতে হবে। বিদ্যমান আইনে সমাজ সেবা অধিদফতরের অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছে যুব সংগঠনগুলো।
অন্যদিকে যুব অধিদফতরের অনুমোদন ছাড়া কোনো যুব সংগঠন কার্যক্রম পরিচালনা করলে ৬ মাসের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালন) আইন-২০১৫ চুড়ান্ত অনুমোদন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভুইঞা সাংবাদিকদের জানান, বিদ্যমান আইনে সমাজ সেবা অধিদফতর থেকে ১৪ হাজার যুব সংগঠন কার্যক্রম পরিচালনা করছে। তবে নতুন আইন যখন কার্যকর হবে তখন থেকে যুব সংগঠন করতে যুব অধিদফতরের অনুমোদন নিতে হবে।
অনুমোদন ছাড়া কোনো যুব সংগঠন ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে ৬ মাসের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়া অন্য অপরাধ করলে বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে তা বিলুপ্ত করার বিধান রাখা হয়েছে।
সচিব বলেন, আইনে অধীনে একটি জাতীয় যুব কাউন্সিল গঠন করা হবে।
যুবলীগ ও যুবদলকে কি নতুন আইনে অনুমোদন নিতে হবে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, এই আইনে নয়। কারণ এই আইনে কেবল অরাজনৈতিক ও অলাভজনক যুব সংগঠনগুলো অনুমোদন পাবে। তবে এটি একদিন হবে। আমাদের শুদ্ধাচার কৌশলে বিষয়টি রয়েছে।
স্বেচ্ছায় যুব সংগঠনগুলো বিলুপ্ত করতে চাইলে সংগঠনের তিন-চতুর্থাংশ সদস্যকে একমত হতে হবে। বিদ্যমান যুব সংগঠনগুলোকে নতুন আইনে অনুমোদন নিতে হবে কিনা জানতে চাইলে বলেন, না সেটি নয়। কার্যকরগুলোকে স্বীকৃতিপত্র নিতে হবে।
এসএ/বিএ