কদমতলীতে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার : আটক ৪


প্রকাশিত: ১০:০৫ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় মুগদা থানার পাশ্ববর্তী কদমতলীর ঝিলপাড়া ২৭৯ দক্ষিণ মান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৩ ব্যাটালিয়নের সদস্যরা।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল কবির। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই ফিল্ড অফিসার খালিদ হোসেন।

সর্বশেষ খবর অনুযায়ী আদালত দোষীদের বিরুদ্ধে শাস্তির আদেশ দেন নি। বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর সিনিয়র এএসপি আশরাফুল ইসলাম।

তিনি জাগোনিউজকে জানান, দক্ষিণ মান্দার ২৭৯ নং ৬ তলা বিশিষ্ট একটি বাসার নিচ তলায় ৪টি কক্ষ নিয়ে ভেজাল ওষুধ তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে।

সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার করা হয়েছে দাবি করে তিনি বলেন, সেখানে হারবাল ও এলোপ্যাথিক ওষুধ কৌশলে তৈরি করে আসছিল অসাধু ব্যবসায়ীরা। এঘটনায় ভেজাল ওষুধ তৈরির সাথে জড়িত অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি আটকদের নাম জানাতে পারেন নি।

জেইউ/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।