চলমান সহিংসতার নিন্দা আট দেশের কূটনীতিকদের
চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত আট দেশের কূটনীতিকরা।
সোমবার দুপরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নিয়মিত কূটনৈতিক ব্রিফিংয়ের সময় এ উদ্বেগ জানান তারা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব শহীদুল হক সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, এর আগে দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, জাপান, ব্রাজিলসহ মোট আট দেশের প্রতিনিধিদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
ব্রিফিংয়ের ব্যাপারে সচিব জানান, কূটনীতিকরা বলেছেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবে কাম্য নয়। এভাবে গণতন্ত্রকে শক্তিশালী করা যায় না। আশা করছি, খুব শিগগিরই এসব সহিংসতা বন্ধ হবে।
এছাড়া ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের সামনে মন্ত্রী সরকারের কূটনৈতিক সাফল্য তুলে ধরেছেন বলে জানান সচিব।
এর আগে গেলো ১৪ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপের চারটি দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতদের ব্রিফিং করেন পররাষ্ট্র মন্ত্রী।
-এমএএস