ভিসা প্রদানের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার


প্রকাশিত: ১১:১৪ এএম, ২১ জানুয়ারি ২০১৫

বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রদানে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। দেশটির কর্তৃপক্ষ এ সংক্রান্ত নির্দেশ জারি করে। বুধবার আরব নিউজ দেশটির শ্রমমন্ত্রী আবদেল ফকিহ-এর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

তারা জানায়, রোববার রিয়াদে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন সৌদি মন্ত্রী। ওই বৈঠকের পর দুই দেশের সম্পর্কের উন্নতির কথা তুলে ধরে আবদেল ফকিহ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এর আগে গতকাল মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশি শ্রমিকরা মাত্র ২০ হাজার টাকায় সৌদি আরব যেতে পারবে।

এ সময় মন্ত্রী আরো বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার। গভার্নমেন্ট টু গভার্নমেন্ট- জি টু জি- প্রক্রিয়ায় এ শ্রমিক নেয়া হবে। এ ব্যাপারে চলতি মাসেই একটি সৌদি প্রতিনিধি দল ঢাকা সফর করবে বলে জানান মন্ত্রী।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।