নাশকতা বন্ধে সুদৃঢ় অবস্থানে সরকার : স্পিকার
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ কর্মসূচির মধ্যে যে ধরণের নাশকতা মূলক কর্মকাণ্ড চলছে তা বন্ধে সরকার সুদৃঢ় অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটতে সাম্প্রতিক সময়ে দুস্কৃতিকারীদের পেট্রোলবোমা হামলায় আহত ও ঝলসে যাওয়া রোগীদের চিকিৎসা ও তাদের পরিবারের অবস্থার খোঁজ খবর নেওয়ার পর তিনি এ কথা জানান।
এখন যে সহিংসতা চলছে, এর মূল কারণ হিসেবে বিএনপির দাবি অবৈধ সরকার বা অবৈধ সংসদ-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার পাল্টা প্রশ্ন করেন, অভিযোগের কারণে নিরীহ ব্যক্তিদের দগ্ধ করা ছাড়া কি এর সমাধানে আর কোনো পথ নেই? রাজনীতি চলমান প্রক্রিয়া, এর মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।
এরআগে হাসপাতালে চিকিৎসাধীন ২১ জন রোগীর প্রত্যেককে জাতীয় সংসদের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এ সময় জাতীয় সংসদের চীফ হুইপ আ. স. ম. ফিরোজ, হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মোঃ শাহাব উদ্দিন, হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), হুইপ মাহবুব আরা বেগম গিনি, অনুমতি হিসাব সম্পর্কিত কমিটি’র সভাপতি আবদুল মতিন খসরু এবং হাজী মোঃ সেলিম উপস্থিত ছিলেন।
আরএস