লক্ষ্যে পৌঁছতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষতার সমন্বয়ে দ্রুত উন্নয়নের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে আমাদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করতে হবে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে একথা বলেন।
বাণীতে তিনি আশা প্রকাশ করেন, এ লক্ষ্যে বাস্তবায়নে বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতিসহ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে আরো বলেন, পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) সরকারের সাথে নিবিড় সংযোগ রেখে জনপ্রশাসন নীতিমালা বাস্তবায়নে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) ২৩ জানুয়ারি জাতীয় প্রশিক্ষণ দিবস উদযাপন করছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া তিনি জাতীয় প্রশিক্ষণ দিবস-২০১৫ এর সাফল্য কামনা করেন। -বাসস
আরএস