যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমায় দগ্ধ ২৯


প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫

রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ২৯ যাত্রী দগ্ধসহ মোট ৪০ জনের বেশি আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান।আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও স্থানীয় কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে।

দগ্ধদের মধ্যে ১৮ জনের নাম জানা গেছে। তারা হলেন, জয়নাল আবেদিন মোল্লা (৩০), ইশতিয়াক বাবর (২৫), সালাউদ্দিন পলাশ (৩৫), তাগবিরি ইসলাম (২৮), সালমান (২০), নাজমুল (২৭), মো. শরিফ (৪৮), উসমান গণি (২৮), ইয়াসিন আরাফাত (৪০) ও তার স্ত্রী শাহিদা (৩০), মোশারফ হোসেন (৪০) ও তার ভাতিজা (৩০), হৃদয় (২০), রাশেদ (২০), মোমেন (২৫), খোকন (৩০), নুর আলম (৩০) এবং হারিস (৩২)। এছাড়া আহত হয়েছেন আফরোজা (৩০)।

অপরদিকে যাত্রাবাড়ীর মেডি কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে ১৪ জনকে, গ্লোব হাসপাতালে ছয়জনকে এবং অন্যান্য হাসপাতালে নেওয়া হয়েছে আটজনকে। আরও যারা দগ্ধ ও আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ঢামেক পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক দগ্ধ জয়নাল আবেদিনের বরাত দিয়ে জানান, নারায়ণগঞ্জগামী ওই বাসটি রাত সাড়ে ৯টার কাছাকাছি সময়ে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় এলে দুর্বৃত্তরা আগুন দেয়।

এর আগে আগুন লাগার ঘটনায় যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, তার একটি বাসে আগুন লাগার খবর পেয়েছেন। ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

জেইউ/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।