নাশকতাকারীদের ধরিয়ে দিতে এবার র‌্যাবের পুরস্কার ঘোষণা


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

নাশকতাকারীদের ধরিয়ে দিলে বা তাদের সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিলে তথ্যদানকারীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পুরস্কারের মূল্যমান হবে ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত ।

শনিবার সকালে র‌্যাবের প্রধান কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেন, ‘ককটেল নিক্ষেপকারীর সম্পর্কে সঠিক তথ্য দিলে ১০ হাজার টাকা, গাড়িতে বোমা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ছবি ব্যক্তিগত মোবাইল/ক্যামেরাতে ভিডিও চিত্র ধারণ করে র‌্যাবকে সরবরাহ করলে ১০ হাজার টাকা, পেট্রোল বোমা নিক্ষেপকারীর সম্পর্কে সঠিক তথ্য দিলে ২০ হাজার টাকা, ককটেল নিক্ষেপকারীদেরকে হাতেনাতে গ্রেফতারে সাহায্য করলে ২৫ হাজার টাকা, টিভি চ্যানেলে দেখানো বোমা, পেট্রোল বোমা নিক্ষেপ ও যানবাহন ভাঙচুরকারী সন্ত্রাসীদের গ্রেফতারে সাহায্য করলে ২৫ হাজার টাকা, ককটেল নিক্ষেপের পরিকল্পনাকারী/সংগঠকদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ৫০ হাজার টাকা, পেট্রোল বোমা নিক্ষেপকারীদেরকে হাতেনাতে গ্রেফতারে সাহায্য করলে ১লাখ টাকা, পেট্রোল বোমা নিক্ষেপের পরিকল্পনাকারী/সংগঠকদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’

র‌্যাবের ডিজি বলেন, ‘৫ জানুয়ারির পর থেকে একটি গোষ্ঠী দেশব্যাপী নাশকতা চালিয়ে যাচ্ছে। এদের অর্থায়ন করছে সংঘবদ্ধ একটি গ্রুপ। আমরা চাই না আর কোনো মানুষ এসব সন্ত্রাসীদের হাতে প্রাণ হারাক।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাশকতা আগের চেয়ে অনেক কমেছে। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তারা আইনের চোখে সন্ত্রাসী। দেশের প্রচলিত ফৌজদারী আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।