সারাদেশে ২২১ প্লাটুন বিজিবি মোতায়েন
আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ২২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজনে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে আরও ৮৩ প্লাটুন বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা।
আগামী ২৪ ঘন্টা এই নির্দেশনা বলবৎ থাকবে বলে বিজিবি সদর দফতর সূত্রে জানা গেছে।
মোহসিন রেজা জানিয়েছেন, ২৪ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২০ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েন থাকবে। একই সাথে রোববার সকাল থেকে ৬ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।
অন্যদিকে, ঢাকার বাইরে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতার জন্য আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে ৭৬ প্লাটুন এবং বিভিন্ন মহাসড়কে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে ১২৫ প্লাটুন বিজিবি সদস্য। এছাড়া আরও ৭৭ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।
জেইউ/এসআরজে