কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, দগ্ধ ২
কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হানিফ (২৭) ও মামুন (২৮) নামে দুই বাসযাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের যাত্রীবাহী বাস ওই এলাকা অতিক্রমের সময় বাইরে থেকে পেট্রোলবোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে জানালার কাঁচ ভেঙ্গে বোমাটি ভেতরে ঢুকে বাসটিতে আগুন ধরে যায়। এসময় যাত্রীদের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন বাসের চালক ও সহকারি। তবে তার আগেই আগুনে দগ্ধ হন দুই যাত্রী হানিফ (২৭) ও মামুন (২৮)।
আহতদের কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।