ঢাবি হল থেকে মাদকসহ ছাত্রলীগ নেতা আটক
মাদক ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল থেকে তিন ছাত্রলীগ নেতাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটককৃতদের কাছ থেকে ১৫০ ক্যান বিয়ার ও কয়েক বোতল মদ উদ্ধার করা হয়েছে।
এছাড়া আটকের সময় হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা দু’জনকে ছিনিয়ে নিয়ে গেছে বলেও জানিয়েছেন শাহবাগ থানার ইন্সপেক্টর এ কে সাইদুল হক ভূঁইয়া।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী পুলিশ নিয়ে ফজলুল হক মুসলিম হলে অভিযান চালান। এসময় নতুন ভবনের ২০৯ ও ৩১১ নম্বর কক্ষ থেকে এই মাদক উদ্ধার করেন তারা।
ঘটনার সময় হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক টুটুল ও ছাত্রলীগ নেতা বাশারকে পুলিশ আটক করলে, টুটুল ও বাশার হাতকড়াসহ পালিয়ে যান। রাশেদ বর্তমানে থানায় রয়েছেন।
রাশেদের বিরুদ্ধে একটি এবং বাকি দু’জনের বিরুদ্ধে মাদকসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগে মোট তিনটি মামলা করা হবে বলে জানিয়েছেন সাইদুল হক ভূঁইয়া।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফজলুল হক হলে তল্লাশি চালান তারা।