শাহজালালে স্বর্ণের ২০ বার উদ্ধার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরেন পোস্ট অফিসের একটি কার্টন থেকে স্বর্ণের ২০টি বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
রোববার সকাল সাড়ে ১০টায় এ বারগুলো উদ্ধার করা হয়। আটক বারগুলোর ওজন প্রায় ২ কেজি। এগুলোর বাজারমূল্য এক কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক বিভাগ।
শুল্ক বিভাগের পরিদর্শক মোস্তফা জামান জানান, ২৩ জানুয়ারি হংকং থেকে সিএক্স ০৪৯ ফ্লাইটে এলিফেন্ট রোডের কবীর খান নামে এক ব্যক্তির কাছে একটি ১৩ কেজি ওজনের পার্সেল আসে। পার্সেলে কম্পিউটার যন্ত্রাংশ আছে বলে উল্লেখ করা হয়।
কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে পার্সেলটি খুলে ভেতরে থাকা কম্পিউটারের একটি পুরোনো হার্ডডিস্কের ভেতর থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
শুল্ক বিভাগ জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে একটি বিভাগীয় মামলা হয়েছে।
বিএ