ঢামেকে বার্ন ট্যাঙ্ক স্থাপনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৬ জানুয়ারি ২০১৫

দেশের চলমান রাজনৈতিক সংকটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেবাদানের সক্ষমতা বাড়াতে বার্ন ট্যাঙ্ক স্থাপন ও আলাদা আরো ১০০ শয্যার ইউনিট স্থাপনের দায়িত্ব নিলো বাংলাদেশ ব্যাংক।

উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে নগদ ৫০ লাখ টাকা অনুদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান জাগোনিউজকে বলেন, নানা প্রেক্ষাপট থেকে বার্ন ইউনিটের প্রয়োজনীয়তা বাড়ছে, সেটি বিবেচনা করে আমরা ৫০ লাখ টাকা অনুদানের সিদ্ধান্ত নিয়েছি। আমি দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করবো বার্ন ইউনিটের উন্নয়নে কাজ করতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।