পোস্তগোলায় যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর পোস্তগোলায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯ টার দিকে আলম সুপার মার্কেটের সামনে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস থেকে আগুনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস সদর দফতর থেকে জানানো হয়, আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা ৯ টা ১০ মিনিটে আগুন নিভিয়ে ফেলেন।