বিজিবি`র পাহারায় চললো ৩০ হাজার যানবাহন
পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)-এর যৌথ নিরাপত্তা প্রহরায় দেশের বিভিন্ন এলাকা থেকে ৩০ হাজার ৪২৭টি বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও তেলবাহী ট্যাঙ্কার চলাচল করেছে।
সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব যানবাহন চলাচল করে বলে নিশ্চিত করেছেন বিজিবি হেড কোয়ার্টারের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা।
এসময় রাস্তায় বেশ কয়েকটি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের সামনে ও পেছনে বিজিবি’র টহল গাড়ী মোতায়েন করা হয়। এদের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ৮৪টি, চট্টগ্রাম-কুমিল্লা-ঢাকা রুটে ৩ হাজার ৯৯৩টি, রাজশাহী-বগুড়া-বঙ্গবন্ধু সেতু-ঢাকা রুটে ৬ হাজার ৯১৬টি, ঠাকুরগাঁও-দিনাজপুর-রংপুর-বঙ্গবন্ধু সেতু-ঢাকা রুটে ২ হাজার ১২৯ টি, সিলেট-ঢাকা রুটে ৬৮৮টি, ময়মনসিংহ-ঢাকা রুটে ১৭৯টি, ব্রাক্ষ্মণবাড়ীয়া-ফেনী-কুমিল্লা-ঢাকা রুটে ২ হাজার ৯৪৫টি, যশোর-খুলনা-সাতক্ষীরা-দৌলতদিয়া-ঢাকা রুটে ৮৭৪ টি, যশোর-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-লালনশাহ সেতু-ঢাকা রুটে ২ হাজার ৮১ টি, বঙ্গবন্ধু সেতু-ঢাকা রুটে ৯১৫ টি, পাটুরিয়া-ঢাকা রুটে ৬২৫ টি, মাওয়া-ঢাকা রুটে ৯৯৭ টি এবং কাঁচপুর ব্রীজ-ঢাকা রুটে ৭ হাজার ৪৩২ টি গাড়ি চলাচল করে।
পথে বিপুল সংখ্যক বাস ও পণ্যবাহী গাড়ী নিরাপত্তা বহরের সাথে যুক্ত হয়ে নিকট দূরত্বে গন্তব্যস্থলে গেছে।
মোহসিন রেজা আরও জানান, রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবির নিরাপত্তায় দেশের বিভিন্ন স্থানে ৫৬৯টি তেলবাহী ট্যাংকারও চলাচল করেছে।