ঢামেকে পেট্রোলবোমায় দগ্ধ ভ্যানচালকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন পিক-আপ ভ্যানচালক নাজমুল ইসলাম (২৮) মারা গেছেন। সোমবার রাত ১০ টার দিকে তিনি মারা যান।
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমায় গত রোববার দগ্ধ হন নাজমুল। মৃত নাজমুলের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়।
রোববার রাত ১২ টার দিকে নজরুল দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমায় দগ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। পুরো একদিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার রাত ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাজমুল।