ক্যাপ্টেন নাজমুল বেবিচকের নতুন পরিচালক


প্রকাশিত: ০৮:২০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৫

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের(বেবিচক)পরিচালক(ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন)হিসেবে দায়িত্ব পেলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম নাজমুল আনাম। তাকে প্রেষণে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।

একই সঙ্গে বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হোসেনকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, এ আদেশ ২০১৪ সালের ২৪ মার্চ থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে। অর্থাৎ তারা গত বছরের ২৪ মার্চ থেকে দায়িত্বপালন করছেন বলে ধরা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।