ক্যাপ্টেন নাজমুল বেবিচকের নতুন পরিচালক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের(বেবিচক)পরিচালক(ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন)হিসেবে দায়িত্ব পেলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম নাজমুল আনাম। তাকে প্রেষণে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।
একই সঙ্গে বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হোসেনকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, এ আদেশ ২০১৪ সালের ২৪ মার্চ থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে। অর্থাৎ তারা গত বছরের ২৪ মার্চ থেকে দায়িত্বপালন করছেন বলে ধরা হবে।