সাক্ষরতার হার শতভাগে উন্নীতের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশের সাক্ষরতার হার শতভাগে উন্নীত করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার এক বাণীতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশের সাক্ষরতার হার শতভাগে উন্নীত করি। দেশের প্রতিটি নাগরিককে মানবসম্পদে পরিণত করি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত ‘সোনার বাংলা’ গড়ে তুলি।’
সরকার দেশ থেকে নিরক্ষরতা দূর করতে বদ্ধপরিকর উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, এজন্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ, শিক্ষকদের চাকরি সরকারিকরণ এবং প্রধান শিক্ষকের পদকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণসহ বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব পদক্ষেপ গুণগত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন হচ্ছে ।
এবারের প্রতিপাদ্য : ‘অতীতকে জানব, আগামীকে গড়ব’।
প্রধানমন্ত্রী বাণীতে বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ অপরিহার্য। ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে আওয়ামী লীগ দেশের নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরতা কর্মসূচির আওতায় এনেছে। পাশাপাশি তাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ প্রদান এবং আধুনিক ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমরা দারিদ্র্যের কারণে ঝরেপড়া রোধ করতে উপবৃত্তি কর্মসূচি এবং শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখতে স্কুল ফিডিং কর্মসূচি চালু করেছি। ফলে প্রাথমিক শিক্ষা পর্যায়ে বিদ্যালয়গামী উপযোগী শতভাগ শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। এছাড়া শিক্ষাক্ষেত্রে ঝরেপড়ার হার হ্রাস পেয়েছে। শিক্ষার গুণগতমান বৃদ্ধি পেয়েছে। বিগত সাড়ে সাত বছরে সাক্ষরতার হার ৪৫ শতাংশ হতে বৃদ্ধি পেয়ে ৭১ শতাংশে উন্নীত হয়েছে।’
এসডিজি বাস্তবায়নে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তথ্যপ্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষা ব্যবস্থার ওপর জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষর জ্ঞান প্রদানের পাশাপাশি তাদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনসম্পদে পরিণত করে রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ এগিয়ে যাবে-এ আমার দৃঢ় বিশ্বাস।’
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
এএসএস/এসএইচএস/এবিএস