মোবাইল ফোনে সংযোগ সংখ্যা ১২ কোটির বেশি


প্রকাশিত: ০৭:০৫ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

দেশে মোবাইল ফোনে সংযোগ সংখ্যা ১২ কোটি ছাড়িয়েছে। গত ডিসেম্বর শেষে দেশের ছয় মোবাইল ফোনে অপারেটরের সংযোগ সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩ লাখ। একই সময়ে ইন্টারনেট সেবার সংযোগ সংখ্যা ছাড়িয়েছে ৪ কোটি ৩৬ লাখ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সেলফোন অপারেটরদের সংযোগ সংখ্যা ১ কোটির মাইলফলক ছাড়ায় ২০০৬ সালে। এর পর ২০০৭ সালে ৩ কোটি, ২০০৮ সালে ৪ কোটি, ২০০৯ সালে ৫ কোটি, ২০১০ সালে ৬ কোটি, ২০১১ সালে ৮ কোটি, ২০১২ সালে ৯ কোটি ও ২০১৩ সালে ১১ কোটির মাইলফলক অর্জন করে খাতটি।

বিটিআরসির সর্বশেষ তথ্যানুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে গ্রামীণফোনের সংযোগ সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ১৫ লাখ, বাংলালিংকের ৩ কোটি ৯ লাখ, রবির ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার, এয়ারটেলের ৭৫ লাখ, টেলিটকের ৩৮ লাখ ৬০ হাজার ও সিটিসেলের ১২ লাখ ৯৩ হাজার। ডিসেম্বরে গ্রামীণফোনের নেটওয়ার্কে ৩ লাখ ৯২ হাজার, বাংলালিংকে ২ লাখ ১৯ হাজার, রবিতে ৩৮ হাজার, এয়ারটেলে ৩৭ হাজার ও টেলিটকে ৫৫ হাজার নতুন সংযোগ যুক্ত হয়েছে। তবে ১৩ হাজার সংযোগ কমেছে সিটিসেলের।

২০১৪ সালে ছয় অপারেটরের নেটওয়ার্কে যুক্ত হয়েছে ৬৫ লাখ ৬৬ হাজার নতুন সংযোগ। এর মধ্যে গ্রামীণফোনের ৪৩ লাখ ৯৪ হাজার, বাংলালিংকের ২০ লাখ ৬২ হাজার ও টেলিটকের ১০ লাখ ৩৮ হাজার সংযোগ বেড়েছে। অন্যদিকে রবির ৯১ হাজার, এয়ারটেলের ৭ লাখ ৬৪ হাজার ও সিটিসেলের ৭২ হাজার সংযোগ কমেছে।

২০১৪ সালে মোবাইল অপারেটরের গ্রাহক প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৭৭ শতাংশ। এটি ২০১৩ সালে ছিল ১৭ দশমিক ১ শতাংশ, ২০১২ সালে ১২ দশমিক ৭, ২০১১ সালে ২৪ দশমিক ৫ ও ২০১০ সালে ৩০ দশমিক ৯ শতাংশ।

ডিসেম্বর শেষে ইন্টারনেট সেবার সংযোগসংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৬ লাখ ৪১ হাজার। এ সময়ে দেশের ছয় মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবার ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২১ লাখ ৭৩ হাজার।

সেপ্টেম্বর শেষে ওয়াইম্যাক্স প্রযুক্তির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর গ্রাহক সংখ্যা ২ লাখ ৩২ হাজার। আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) অপারেটরদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৩৪ হাজার।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।