নাশকতা রোধে ২০৪ প্লাটুন বিজিবি মোতায়েন


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ এবং ১৫ জেলায় হরতালে নাশকতা এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২০৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জরুরি ভিত্তিতে আরও প্রস্তুত রয়েছে আরও ৬৮ প্লাটুন বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা।

তিনি জানিয়েছেন, হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ঠেকাতে, জনসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ২০৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাজধানীতে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। রাজধানীর বাইরে ৮২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

পাশাপাশি বিভিন্ন মহাসড়কে যানবাহনে নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তার জন্য টহলে থাকছে ১১৬ প্লাটুন। প্রয়োজনে আরও ৬৮ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

মুহম্মদ মোহসীন রেজা আরও জানান, হরতালের আগের রাতে রাজধানীতে মোতায়েন ছিল ২০ প্লাটুন বিজিবি। তারা ভোর ৬টা পর্যন্ত দায়িত্ব পালন করে।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।