হৃৎপিণ্ডে মেয়াদোত্তীর্ণ রিং পরানোয় নিষেধাজ্ঞা
দেশের সকল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীদের শরীরে মেয়াদোত্তীর্ণ রিং প্রতিস্থাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ রিং প্রতিস্থাপন কেন অবৈধ ঘোষণা করা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী এক মাসের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন হাইকোর্ট।
বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪ সম্প্রতি ‘মেয়াদোত্তীর্ণ রিং পরিয়ে হৃদরোগ চিকিৎসার ভয়াবহ তথ্য’ সংক্রান্ত একটি প্রতিবেদন করে। প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত এ আদেশ দেন।
একই সঙ্গে চ্যানেল২৪ এর বার্তা সম্পাদককে প্রচারিত প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করে তা আদালতে জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে আগামী ১ মার্চ পরবর্তী আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন আদালত।
টেলিভিশন চ্যানেলটির অনলাইন সংষ্করণে বলা হয়েছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গত সাত মাসে বেশ কিছু রোগীর দেহে মেয়াদোত্তীর্ণ রিং পরানোর খবর পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হৃদরোগ বিশেষজ্ঞরা বলেছেন, চিকিৎসার পর রোগীরা এমনিতেই ঝুঁকিতে থাকেন। তার ওপর মেয়াদ পার হওয়া রিং পরানো হলে এ ঝুঁকির মাত্রা আরও বাড়বে।
বিএ/আরআই